It was located at Kamarpukur, some distance east of Sri Ramakrishna’s house. At present there is no other sign of a dwelling house except Bastuvita (piece of land on which the original house was made). This place has recently been taken over by Ramakrishna Math.
Author Archives: HolyTrioFootPrints Admin
The house of Pynes was on the southern side of the present monastery (Ramakrishna Math Kamarpukur). Amongst them, Gadadhar used to go often to Sitanath Pyne’s house.
Sadabrata of the Lahas was located on the southern side of the present Ramakrishna Math. When the ascetics came there, they used to get rice, pulses etc. Gadadhar from a very early age used to go there to meet the ascetics.
দুর্গামণ্ডপের সম্মুখে আটচালায় এই পাঠশালা বসিত। ক্ষুদিরাম গদাধরের পাঁচ বৎসর বয়সে এক শুভদিনে হাতে খড়ি দিয়া এই পাঠশালায় ভর্তি করিয়া দিয়াছিলেন। বর্ণপরিচয়, পরে হস্তলিখন ও সংখ্যা গণনা অভ্যাস শুরু হয়। তাঁহার হস্তাক্ষর অতি সুন্দর হইয়াছিল। ‘সুবাহুর পালা’ নামক তাঁহার স্বহস্তলিখিত পুঁথিতে ইহার প্রমাণ পাওয়া যায়। পুঁথিপাঠ তিনি ভালভাবেই করিতে পারিতেন।
পিতা ক্ষুদিরাম দেহত্যাগ হইলে গদাধর শোকাচ্ছন্ন হইয়া এই শ্মশানে বহু সময় কাটাইতেন। এই গোচারণের মাঠে গদাধর কোন কোন সময় কোঁচড়ে মুড়ি লইয়া খাইতে খাইতে বেড়াইতেন। সেই সময় একদিন আকাশে কৃষ্ণবর্ণ মেঘের কোলে এক ঝাঁক সাদা বলাকা দর্শনে মুগ্ধ হন এবং এই অপূর্ব সৌন্দর্যের দর্শনে তন্ময় হইয়া ভাবসমাধিস্থ হন। ইহাই তাঁহার প্রথম ভাব সমাধি।
হালদারপুকুরে পশ্চিমে লক্ষ্মীজলা নামে এক বিঘা দশ ছটাক পরিমাণের ধানের খেত। ইহাতে প্রচুর ধান হইত। এই ধানের চাউলে ৺রঘুবীর ও অন্যান্য দেবতাদের ভোগ হইত।
এই পুকুরে গদাধর (ঠাকুরের বাল্য নাম) ও পরিবারের অন্যান্য সকলে স্নান করিতেন। পরবর্তী কালে শ্রীশ্রীঠাকুর ইহার কথা কথামৃতে বহুবার উল্লেখ করিয়াছেন।
Sri Ramakrishna visited this place on the 5th of August 1882 at 4pm along with Master Mahasaya (Mahendranath Gupta, the author of Kathamrita), and he had long discussions with Vidyasagar till 9 pm. These discussions were held in a room situated on the second floor of this two storey building. The detailed description of that day’s meeting is available in Kathamrita.
গেঁড়াতলার মসজিদ — চিত্তরঞ্জন এভিনিউ, কলি-৭, মধ্য কলিকতার এই মসজিদে শ্রীশ্রীঠাকুরের একটি আকস্মিক ঘটনায় একদিন শুভাগমন হইয়াছিল।
Thakur Sri Ramakrishna Once Visited The Calcutta Medical College Hospital.