Author Archives: HolyTrioFootPrints Admin

Gourhati Village

As one comes from Kamarpukur, this village is located 6 to 7 miles east-south of Arambagh. Sri Ramasadaya Bandyopadhyay of this village was married to Srimati Sarvamangala, the younger sister of Gadadhar. Thakur’s second brother Sri Rameshwar Chattopadhyay was married to Ramsaday’s sister Srimati Shakambhari. Gadadhar once went to the village of Gaurhati and saw his younger sister happily serving her husband. The scene was so appealing and heartwarming to Gadadhar that after returning home, he drew a picture of her sister serving her husband. Everyone was surprised to see the similarity of Sarvamangala and her husband in that drawing. Sri Ramakrishna Temple and Ashrama has been established in the village of Gaurhati at the initiative of the local devotees.

Dhani Kamarini’s House

লাহাবাবুদের দুর্গামণ্ডপের পূর্বদিকে ধরিয়া দক্ষিণ দিকে কিছু দূরে রাস্তার মোড়ের মাথায় ধনী কামারিনীর ভিটা। বর্তমানে এই ভিটায় একটি ছোট মন্দির আছে।

Pathshala (nursery school) of the Laha Family

দুর্গামণ্ডপের সম্মুখে আটচালায় এই পাঠশালা বসিত। ক্ষুদিরাম গদাধরের পাঁচ বৎসর বয়সে এক শুভদিনে হাতে খড়ি দিয়া এই পাঠশালায় ভর্তি করিয়া দিয়াছিলেন। বর্ণপরিচয়, পরে হস্তলিখন ও সংখ্যা গণনা অভ্যাস শুরু হয়। তাঁহার হস্তাক্ষর অতি সুন্দর হইয়াছিল। ‘সুবাহুর পালা’ নামক তাঁহার স্বহস্তলিখিত পুঁথিতে ইহার প্রমাণ পাওয়া যায়। পুঁথিপাঠ তিনি ভালভাবেই করিতে পারিতেন।

Bhutir Khal The Crematorium And The Grazing Ground

পিতা ক্ষুদিরাম দেহত্যাগ হইলে গদাধর শোকাচ্ছন্ন হইয়া এই শ্মশানে বহু সময় কাটাইতেন। এই গোচারণের মাঠে গদাধর কোন কোন সময় কোঁচড়ে মুড়ি লইয়া খাইতে খাইতে বেড়াইতেন। সেই সময় একদিন আকাশে কৃষ্ণবর্ণ মেঘের কোলে এক ঝাঁক সাদা বলাকা দর্শনে মুগ্ধ হন এবং এই অপূর্ব সৌন্দর্যের দর্শনে তন্ময় হইয়া ভাবসমাধিস্থ হন। ইহাই তাঁহার প্রথম ভাব সমাধি।