Shambhu Mallick’s garden house was next to Dakshineswar-Kalibari, so he had a direct contact with Thakur. Thakur used to go to his garden house from time to time.
Author Archives: HolyTrioFootPrints Admin
কালীবাড়ির নহবতের সঙ্কীর্ণ ঘরে শ্রীশ্রীমায়ের বসবাসের কষ্ট দেখিয়া ভক্ত শম্ভুচরণ মন্দিরের বাগানের পাশেই একখণ্ড জমি ক্রয় করিয়া ঠাকুরের অন্য ভক্ত কাপ্তেনের সহায়তায় সেখানে মায়ের বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করিয়া দানপত্র করিয়া দিয়াছিলেন।
The house is located on the south side adjacent to Dakshineswar temple. At the sincere invitation of the devotee Jadu Mallick, Thakur used to meet him there from time to time. Here, Thakur was overwhelmed when he saw the picture of baby Jesus in Madonna’s (Mother Mary) arms.
Rasik lived in sweepers colony near Dakshineswar Kalibari. He used to keep Dakshineswar Kalibari clean and tidy. Thakur used to love him for his devotion.
দক্ষিণেশ্বর-মন্দিরের বাগানের পাশে শিখ পল্টনদের নিবাস ছিল। ভক্তিমান কুয়ার সিং কালীবাড়ির উত্তরদিকে অবস্থিত সরকারী বারুদখানার পাহারাদার শিখ সৈন্যদলের হাবিলদার থাকার সময়ে শ্রীশ্রীঠাকুরের সংস্পর্শে আসিয়া তাঁহার অনুরাগী হইয়াছিলেন। শ্রীশ্রীঠাকুরকে সাধুদের ভোজন করাইবার সময় নিমন্ত্রণ করিয়া তাঁহার আস্তানায় লইয়া যান।
Sri Sri Thakur came at this mosque near Dakshineswar, to offer namaz prayers while practising Islam.
Sri Sri Thakur spent a long time at this Panchabati ground after planting and growing Bot (banyan), Ashwattha (Peepal), Neem, Amalki and Bel trees.
Here Brahmani established the seat of Panchamundi (heads of five animals viz., man, serpent, dog, bull and jackal) and made Sri Sri Thakur perform 64 types of Tantra Sadhana. This altar was later demolished. Now the place is surrounded by a cement altar.
Nahabat (drum, dhak, instruments) was played six times a day from the two nahabatkhanas situated outside of the temple on the north and south side.
মন্দির প্রাঙ্গনের উত্তর-পশ্চিমদিকের কক্ষটিতে শ্রীশ্রীঠাকুর দীর্ঘ ১৪ বৎসর কাল বাস করিয়াছেন। এই কালে কত সাধু, পণ্ডিত, ভক্ত, তাঁহার অন্তরঙ্গ গৃহী ও ত্যাগী ভক্তবৃন্দের সঙ্গে ভগবৎপ্রসঙ্গ, তাঁহার সাধনকালের কথা, কীর্তন, ভজন, ভাব, সমাধি অনুষ্ঠিত হইয়াছিল। এই ঘরের পশ্চিমদিকের অর্ধচন্দ্রাকৃতি বারান্দায় দাঁড়াইয়া গঙ্গাদর্শন করিতেন। এই ঘরে বর্তমানে শ্রীশ্রীঠাকুরের তক্তাপোশ, চৌকীর উপর তাঁহার ফটো সযত্নে রক্ষিত হইয়া নিত্য পূজাদি হয়।