Ram Chatterjee’s House at Alambazar 

Ram Chatterjee’s House at Alambazar

In an ecstatic state, Thakur would come sometimes to this house and eat food there. The priest of Vishnu Mandir Sri Ram Chatterjee who used to stay in Dakshineswar was another person.

রাম চ্যাটার্জির বাড়ি আলমবাজারে

দিব্যোন্মাদ অবস্থায় ঠাকুর কখন কখনও এই বাড়িতে আসিয়া আহার করিতেন। বিষ্ণুমন্দিরের পূজারী রাম চাটুজ্যে অন্য ব্যক্তি। তিনি দক্ষিণেশ্বরে বাস করিতেন। রাম চাটুজ্যের এই বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরদালানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে বসিতেন। পরবর্তীকালে পুরাতন বাড়ি ভাঙ্গিয়া নতুন বাড়ি নির্মিত হইলেও সেই পুরাতন ঠাকুরদালানটি আজও বিদ্যমান।

ঠিকানা : ৪০, দেশবন্ধু রোড (পশ্চিম ) আলমবাজার,  কলকাতা-৩৫

পথ নির্দেশ : বরানগরের তাঁতিপাড়ার মোড় ও আলমবাজারের মোড়ের মাঝামাঝি রাস্তার উত্তরে এই বাড়ি, বিপরীতে পুরাতন আলমবাজার মঠ যেটি সম্প্রতি রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ অধিগ্রহণ করেছেন। ৪০ নম্বর বাড়ির পিছনের অংশে ৪১ নম্বরে সেই পুরাতন ঠাকুরদালান যেখানে শ্রীরামকৃষ্ণের শুভাগমন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *