Adharlal Sen’s House

Adharlal Sen’s house

Current address – 97B, Beniatola Street, Shobhabazar, Kolkata-5
 

Adharlal Sen, a lay devotee of Sri Ramakrishna was a highly meritorious man. He served as a Deputy Magistrate, was a fellow of the Calcutta University and served as a member of the Faculty of Arts. Sri Ramakrishna once said (20th June 1884), “I saw in a vision that the houses of Adhar, Balaram, and Surendra were so many places for our forgathering.” *

Sri Ramakrishna sanctified Adharlal’s residence at least 11 times, as has been recorded in the Kathamrita, chronologically in the order 2nd June 1883, 14th July 1883, 21st July 1883, 18th August 1883, 22nd September 1883, 10th October 1883 (on the occasion of Navami, during Durga Puja celebrations), 6th September 1884, 26th and 28th September 1884 (on the occasion of Saptami and Mahastmi, during Durga Puja celebrations), 1st October 1884 and 6th December 1884. On 6th December, 1884, Sri Ramakrishna had spiritual discussions with Sahitya Samrat (Emperor of Literature) and Deputy Magistrate Bankim Chandra Chattopadhyay in this very house. It has been mentioned in the Kathamrita, that in this house of Adharlal Sen, Sri Ramakrishna participated in Kirtans (songs in praise of the divine) with his devotees, engaged in spiritual discourses and had even entered into Samadhi (a blissful super consciousness state). He also partook food with his devotees here.

* page – 460 (The Gospel of Sri Ramakrishna Vol.1- English Translation of Kathamrita by Swami Nikhilananda – Indian Edition, Twenty-eighth Print, January 2022)

অধরলাল সেনের বাড়ি

বর্তমান ঠিকানা — ৯৭বি, বেনিয়াটোলা স্ট্রীট; শোভাবাজার, কলকাতা – ৭০০ ০০৫

শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী ভক্ত অধরলাল সেন ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং ফ্যাকাল্টি অফ আর্টসের সদস্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার বলিয়াছিলেন (২০শে জুন ১৮৮৪), “ভাবে দেখলাম – অধরের বাড়ি, বলরামের বাড়ি, সুরেন্দ্রের বাড়ি, এসব আমার আড্ডা।” *

শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে ভক্তসঙ্গে অন্তত ১১ বার শুভাগমন করিয়াছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের বিবরণ অনুযায়ী , সেইদিনগুলি যথাক্রমে, ২রা জুন ১৮৮৩, ১৪ই জুলাই ১৮৮৩, ২১শে জুলাই ১৮৮৩, ১৮ই আগস্ট ১৮৮৩, ২২শে সেপ্টেম্বর ১৮৮৩, ১০ই অক্টোবর ১৮৮৩ ( দুর্গাপূজার নবমী তিথি ), ৬ই সেপ্টেম্বর ১৮৮৪ , ২৬শে ও ২৮শে সেপ্টেম্বর ১৮৮৪ ( দুর্গাপূজার সপ্তমী ও মহাষ্টমী তিথি ), ১লা অক্টোবর ১৮৮৪ ( একাদশী তিথি ) এবং ৬ই ডিসেম্বর ১৮৮৪। এই ৬ই ডিসেম্বর ১৮৮৪ তারিখে, অধরলাল সেনের বাড়িতে সাহিত্যসম্রাট ও ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ ও ভগবৎ প্রসঙ্গ হইয়াছিল। শ্রীশ্রী ঠাকুরের এই বাড়িতে ভক্তসঙ্গে কীর্তন, ভগবৎ প্রসঙ্গ, সমাধিস্থ হওয়া ও আহার করিবার কথা কথামৃতে উল্লিখিত আছে।

* পৃষ্ঠা – ৪৬২ (শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত – প্রথম সংস্করণ [অখন্ড], ৩৪তম পুনর্মুদ্রণ, ২০১২)

Adhar Lal Sen
(2nd March 1855 – 1885)

অধর লাল সেন
(২রা মার্চ ১৮৫৫ – ১৮৮৫)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *