Adharlal Sen’s house
অধরলাল সেনের বাড়ি
শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী ভক্ত অধরলাল সেন ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং ফ্যাকাল্টি অফ আর্টসের সদস্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার বলিয়াছিলেন, “ভাবে দেখলাম – অধরের বাড়ি, বলরামের বাড়ি, সুরেন্দ্রের বাড়ি, এসব আমার আড্ডা।”
শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে ভক্তসঙ্গে অন্তত ১১ বার শুভাগমন করিয়াছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের বিবরণ অনুযায়ী , সেইদিনগুলি যথাক্রমে, ২রা জুন ১৮৮৩, ১৪ই জুলাই ১৮৮৩, ২১শে জুলাই ১৮৮৩, ১৮ই আগস্ট ১৮৮৩, ২২শে সেপ্টেম্বর ১৮৮৩, ১০ই অক্টোবর ১৮৮৩ ( দুর্গাপূজার নবমী তিথি ), ৬ই সেপ্টেম্বর ১৮৮৪ , ২৬শে ও ২৮শে সেপ্টেম্বর ১৮৮৪ ( দুর্গাপূজার সপ্তমী ও মহাষ্টমী তিথি ), ১লা অক্টোবর ১৮৮৪ ( একাদশী তিথি ) এবং ৬ই ডিসেম্বর ১৮৮৪। এই ৬ই ডিসেম্বর ১৮৮৪ তারিখে, অধরলাল সেনের বাড়িতে সাহিত্যসম্রাট ও ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ ও ভগবৎ প্রসঙ্গ হইয়াছিল। শ্রীশ্রী ঠাকুরের এই বাড়িতে ভক্তসঙ্গে কীর্তন, ভগবৎ প্রসঙ্গ, সমাধিস্থ হওয়া ও আহার করিবার কথা কথামৃতে উল্লিখিত আছে।
বর্তমান ঠিকানা — ৯৭বি, বেনিয়াটোলা স্ট্রীট; শোভাবাজার, কলকাতা – ৭০০ ০০৫
Adhar Lal Sen
(2nd March 1855 – 1885)
অধর লাল সেন
(২রা মার্চ ১৮৫৫ – ১৮৮৫)