Yogin-Ma (Yogindramohini Biswas)
(16th January 1851 – 4th June 1924)
যোগীন মা (যোগীন্দ্রমোহিনী বিশ্বাস)
(১৬ই জানুয়ারি ১৮৫১ – ৪ঠা জুন ১৯২৪)
Yogin Ma’s House
Address: 59 B, Baghbazar Street, Kolkata-3


যোগীন মায়ের বাড়ি
ঠিকানা — ৫৯বি, বাগবাজার স্ট্রীট, কলিকাতা-৩।
২৮-৭-১৮৮৫ তারিখে গোলাপ মা-র বাড়ি হইতে শ্রীশ্রীঠাকুর ভক্তসঙ্গে এই বাড়িতে শুভাগমন করেন। বাড়িটি আগে এক তলা ছিল, এখন তিনতলা হইয়াছে।

Front view of Yogin Ma’s house on Baghbazar Street
বাগবাজার স্ট্রিটের উপর যোগীন মায়ের বাড়ির সন্মুখভাগ


