Rented House of Vijay Krishna Goswami
Vijay Krishna Goswami lived in a rented house at 27, Jhamapukur Lane. Sri Ramakrishna visited Vijay Krishna Goswami in this house during his illness. This is mentioned in the twelfth chapter (fifth part) of the Sri-M-Darshan and the fourteenth chapter (tenth part) of the Sri-M-Darshan. Presently, a medical center exists at the exact location of this house.
Address: 27, Jhamapukur Lane, Kolkata-9
Directions: From Bechu Chatterjee Street, (opposite road to the east of Thanthania Kalibari), as one proceeds some distance with Jhamapukur Lane on the right side, after passing 3-4 houses, this house is located on the left side. Alternatively if one enters Jhamapukur Lane from Keshab Chandra Street, this house is located very close to Raja Digambara Mitra’s palace.
Vijay Krishna Goswami
(2nd August 1841–4th June 1899)
বিজয় কৃষ্ণ গোস্বামী
(২রা আগস্ট ১৮৪১-৪ঠা জুন ১৮৯৯)
বিজয়কৃষ্ণ গোস্বামীর ভাড়া বাড়ি
ঝামাপুকুর লেনের ভাড়াটিয়া বাড়িতে (মেছুয়া বাজার যাইতে বামদিকে) বিজয়কৃষ্ণ গোস্বামী থাকিতেন। তাঁহার অসুখের সময় ঠাকুর তাঁহাকে দেখিতে এই ভাড়াটিয়া বাড়িতে আসিয়াছিলেন। শ্রীমদর্শন গ্রন্থের পঞ্চমভাগের দ্বাদশ অধ্যায় এবং শ্রীমদর্শন গ্রন্থের দশমভাগের চতুর্দশ অধ্যায়ে শ্রীরামকৃষ্ণের এই বাড়িতে শুভাগমনের বিষয়ে উল্লেখিত আছে।
বর্তমানে এই বাড়িতে একটি চিকিৎসা কেন্দ্র স্থাপিত হইয়াছে।
ঠিকানা : ২৭ নং ঝামাপুকুর লেন , কলিকাতা -৯
পথ নির্দেশ : ঠনঠনিয়া কালীবাড়ির পূর্বে বিপরীতদিকের রাস্তা বেচু চ্যাটার্জি স্ট্রিট হইতে কিছু পথ অগ্রসর হইলে ডান পার্শ্বে ঝামাপুকুর লেন এবং এই পথে ৩-৪ টি বাড়ি অতিক্রম করিলে বাম পার্শ্বে অবস্থিত এই বাড়িটি। অথবা কেশবচন্দ্র স্ট্রীট হইতে ঝামাপুকুর লেনে প্রবেশ করিলে রাজা দিগম্বর মিত্রের রাজবাড়ির অতি নিকটেই অবস্থিত এই বাড়িটি।