Nabai Chaitanya’s House in Konnagar
Vaishnav Chudamani (most devout Vaishnav) Nabagopal Mitra was known as Nabai Chaitanya Mitra or mostly as Nabai Chaitanya. He was the paternal uncle of Thakur Sri Ramakrishna’s householder devotee Manmohan Mitra. Nabai Chaitanya used to visit Dakshineswar at times to meet and listen to the divine discourses of Thakur and participate in the Sankirtan (congregational chanting of names and glories of God).
In the twilight years of life, he passed on the responsibility of running the household to his son and himself shifted to a humble cottage on the banks of the Ganges in Konnagar where he spent the remaining years of life in Japa (repitition of a sacred name) and Dhyana (meditation).
Thakur Sri Ramakrishna visited the house of Nabai Chaitanya and the temple of the family deity SriSri Gopinath Jiu on 3rd December 1882. The visit has been mentioned in page 323, Vol.2 of ‘SriRamakrishna- Bhaktamalika’ by Swami Gambhirananda (published by Udbodhan Karyalaya, Seventeen Edition, August, 1991) and quoted below (translated from Bengali) from the book :
“On the occasion of visit of Sri Ramakrishna to the house of Vaishnav Chudamani Naba Chaitanya Mitra on 3rd December 1882, the residents of Konnagar participated in the festival in his house and were greatly drawn towards Paramahamsa Dev after seeing and meeting him.”
Although the plaque on SriSri Gopinath Jiu’s temple (the family deity of Sri Nabai Chaitanya Mitra in front of his house) mentions of a few visits of Sri Ramakrishna between 1882 and 1886, written confirmation of more than one visit on 3rd December 1882 is not available in any of the authentic publications.
কোন্নগরে নবাই চৈতন্যের গৃহ
বৈষ্ণবচূড়ামণি নবগোপাল মিত্র মহাশয় নব চৈতন্য মিত্র বা নবাই চৈতন্য নামেই সমধিক পরিচিত। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের গৃহস্থ ভক্ত মনমোহন মিত্রের জ্যেষ্ঠতাত ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দর্শন ও তাঁহার শ্রীমুখনিঃসৃত ঈশ্বরীয় কথা শুনিতে মাঝে মাঝে তিনি দক্ষিণেশ্বরে যাইতেন এবং শ্রীশ্রীঠাকুরের কথামৃত শ্রবণপূর্বক সংকীর্তনাদি করিতেন।
শেষ জীবনে পুত্রের উপর সংসার ভার অর্পণ করিয়া তিনি কোন্নগরে গঙ্গাতীরে একটি পর্ণকুটিরে জপধ্যান ও ঈশ্বরীয় চিন্তায় দিনযাপন করিতেন।
১৮৮২ সালের ৩রা ডিসেম্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার গৃহে শুভাগমন করিয়াছিলেন এবং সেইসময় পারিবারিক দেবতা শ্রীশ্রী গোপীনাথ জীউ-এর মন্দির পরিদর্শন করেন। স্বামী গম্ভীরানন্দ রচিত ‘শ্রীরামকৃষ্ণ-ভক্তমালিকা’ গ্ৰন্থের (উদ্বোধন কার্যালয় প্রকাশিত, সপ্তম সংস্করণ, August 1991) দ্বিতীয় ভাগ, ৩২৩ পৃষ্ঠায় এই পরিদর্শনের উল্লেখ আছে :
“১৮৮২ অব্দের ৩রা ডিসেম্বর বৈষ্ণবচূড়ামণি নবচৈতন্য মিত্র মহাশয়ের বাটীতে শ্রীরামকৃষ্ণের আগমন উপলক্ষে যে মহোৎসব হয় তাহাতে যোগদান করিয়া এবং পরমহংসদেবকে দর্শন করিয়া কোন্নগরবাসীরা তাঁহার প্রতি বিশেষ আকৃষ্ট হন।”
যদিও শ্রীশ্রী গোপীনাথ জীউ-এর মন্দিরের (শ্রী নবাই চৈতন্য মিত্রের পারিবারিক দেবতা) ফলকে শ্রীরামকৃষ্ণের ১৮৮২ হইতে ১৮৮৬ খ্রিস্টাব্দের মধ্যে
একাধিকবার এই মন্দির পরিদর্শনের উল্লেখ আছে, প্রামাণিক পুস্তকগুলিতে ৩রা ডিসেম্বর ১৮৮২ ব্যতীত অন্য কোনও দিনের উল্লেখ বা বর্ণনা কোথাও পাওয়া যায় না।