Wesleyan Methodist Church

Wesleyan Methodist Church

In his book ‘More About Ramakrishna’, Swami Prabhananda has described Thakur Sri Ramakrishna’s first visit to a Christian Church :

“Sri Ramakrishna’s first significant contact with Christianity was his visit to a church. Once, Mathur Mohan Biswas, son-in-law of Rani Rashmani, on his way to his Janbazar house or to Dakshineswar, took Sri Ramakrishna to the Wesleyan Methodist Church at 56A Surendranath Bannerjee Road, Calcutta. This was a British Protestant Church established in 1868. No doubt, Mathuramohan did so at Sri Ramakrishna’s behest. Both of them saw the mass from outside. There is, however, nothing on record to show its immediate impact on the Saint. We can only presume that the congregation had pleased him.”

  – pages 115/116, ‘More About Ramakrishna’ by Swami Prabhananda (published by Advaita Ashrama, Calcutta-700014, First Edition, 1993)

Thakur Sri Ramakrishna with Mathurmohan Biswas watched the mass from outside

ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেদিন মথুরমোহন বিশ্বাসের সহিত বাইরে থেকে গির্জায় ধর্মানুষ্ঠান দেখেছিলেন।

ওয়েসলিয়ান মেথডিষ্ট চার্চ

‘More About Ramakrishna’ পুস্তকে,  স্বামী প্রভানন্দ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম খ্রিস্টান গির্জা দর্শনের বিবরণ দিয়েছেন (বাংলায় অনূদিত) :

“খ্রিস্টধর্মের সাথে শ্রী রামকৃষ্ণের প্রথম উল্লেখযোগ্য যোগাযোগ হইয়াছিল, একটি গির্জা পরিদর্শনে। একবার, রানী রাসমণির জামাতা মথুর মোহন বিশ্বাস, তাঁহার জানবাজারের বাড়ি বা দক্ষিণেশ্বরে যাওয়ার পথে, শ্রীরামকৃষ্ণকে নিয়ে Wesleyan Methodist Church-এ যান। এটি একটি British Protestant Church এবং ১৮৬৮ খ্রিস্টাব্দে, কলিকাতায় ৫৬এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে প্রতিষ্ঠিত হয়। সন্দেহ নেই, মথুরমোহন শ্রীরামকৃষ্ণের নির্দেশেই তাঁহাকে গির্জা দর্শন করাইয়াছিলেন। দুজনেই বাইরে থেকে খ্রিস্টানদের ধর্মানুষ্ঠান (mass) দেখিয়াছিলেন। ঠাকুরের উপর এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব সম্বন্ধে লিখিতভাবে কোথাও কোন তথ্য পাওয়া যায় না। তবে অনুমান করা যায়, গির্জায় এই ধর্মীয় অনুষ্ঠান (congregation) দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুশি হইয়াছিলেন।”

– পৃষ্ঠা 115/116, স্বামী প্রভানন্দ রচিত ‘More About Ramakrishna’ (অদ্বৈত আশ্রম কলকাতা-700014, দ্বারা প্রকাশিত, প্রথম সংস্করণ, 1993)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *