Vishnu Temple

Vishnu Temple

Sri Ramakrishna worshipped in this temple for some time. Here the names of Radha- Krishna idols are Sri Sri Jagamohini Radha and Sri Sri Jagamohan Krishna. Daily Puja with vegetarian bhog (food offered to a deity) are performed. Special Puja is arranged on special days like SnanYatra, Jhulan, Janmashtami, Raas etc. The broken leg of the idol of Krishna seen in the adjoining room of this temple was mended and attached by Sri Ramakrishna. In 1929, the attached part of the idol broke again during dressing of the deity. So a new idol of Lord Krishna was placed alongside idol of Sri Sri Radha in the year 1930.     

বিষ্ণুমন্দির

শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে কিছুকাল পূজা করেন। এখানে রাধাকৃষ্ণ বিগ্রহদ্বয়ের নাম শ্রীশ্রীজগমোহিনী রাধা ও শ্রীশ্রীজগমোহন কৃষ্ণ। নিত্য পূজা ও নিরামিষ ভোগ নিবেদন করা হয়। বিশেষ পূজার ব্যবস্থা স্নানযাত্রা, ঝুলন, জন্মাষ্টমী, রাস প্রভৃতি বিশেষ দিনে আছে। এই মন্দিরের পার্শ্ববর্তী কক্ষে যে শ্রীকৃষ্ণ মূর্তিটি দেখা যায় উহারই ভগ্নপদ শ্রীরামকৃষ্ণ কর্তৃক জোড়া দেওয়া হইয়াছিল। ১৯২৯ খ্রীষ্টাব্দে এই মূর্তির জোড়া দেওয়া অংশটি অঙ্গরাগের সময় পুনরায় ভগ্ন হওয়ায় নূতন মূর্তি শ্রীশ্রীরাধাবিগ্রহের নিকট স্থাপিত হইয়াছে, ১৯৩০ খ্রীষ্টাব্দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *